[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
ওাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরমান উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকার বাসিন্দা মোঃ সোলাইমানের ছেলে বলে পুলিশ জানেিয়ছে। বুধবার (৪ জুন) বিকাল ৫ ঘটিকায় লংগদু থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্বরজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী কিশোরির বাবা বাদী হয়ে লংগদু থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়ের বাবা জানায় আমার মেয়ে নাবালিকা লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর (ছাত্রী) ধর্ষণাকারী একজন নারী লোভী লম্পট প্রকৃতির লোক সে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিবাহের প্রলোভন দেখিয়ে পালিয়ে যায়। মেয়ে বাবা আরোও জানান গত এক বছর যাবৎ আমার মেয়েকে প্রেমের প্রলোভন দেখিয়ে আমার অগোচরে আমার নিজ বাড়িতে একাদিকবার ধর্ষণ করে। গত ৩ জুন মঙ্গলবার আমার মেয়ে সকালে স্কুলে গেলে সেখান থেকে ধর্ষণকারী আরমান বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান শহরে। এমতাবস্থায় অনেক খুঁজাখুজির পরের দিন আমার মেয়েকে খুঁজে পাই।

এদিকে এলাকা বাসীর তথ্যমতে ঘটনা সত্য বলে জানা যায়। এলাকার মুরুব্বিদের কাছে জানতে পারি আরমানের একই এলাকার বাসিন্দা চানমিয়ার মেয়ে সাবিনার সাথে বিয়ের কাবিন হয়েছে, ঈদের দুইদিন পর মেয়েকে তুলে দিবে সমাজের লোকদের দাওয়াত ও দিয়েছে।

এ ব্যাপারে লংগদু থানা পুলিশ পরিদর্শক স্বরজিৎ কুমার জানায় আমরা ঘটনার পেক্ষিতে থানায় ধর্ষণ কারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আসামী গ্রেফতার করে জেল খানায় প্রেরণ করা হয়েছে।