[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক ঈদ উপহার ও মানবিক সহায়তা প্রদান

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে মাটিরাঙ্গা জোন সদরে বিভিন্ন এলাকার প্রায় ৫০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, চাল, সহ অন্যান্য খাদ্যসামগ্রী, যা পরিবারগুলো যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যেই প্রদান করা হয়েছে। একইসাথে, জোন কমান্ডার এর পক্ষ হতে আর্থিকভাবে অস্বচ্ছল ২টি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এবং মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি, উপ-অধিনায়ক (জেডএসও) মেজর মো: মাসুদ খান, পিএসসি এ সময় সুবিধাভোগীদের সাথে অগ্রীম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শান্তি, সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই। মানবিক সহায়তার এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে এই কার্যক্রমকে স্বাগত জানান এবং মাটিরাঙ্গা জোনের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।