[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির রাজস্থলীস্থ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নিরাপত্তায় দেওয়াল নির্মানের দাবি

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার কেন্দ্রীয় দৃষ্টি নন্দন বৌদ্ধ বিহারের পাশের পাহাড়ের মাটি ধসে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। আপাতত মাটির ধস ঠেকাতে পলিথিন বিছিয়ে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছেন বলে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তনচংগ্যা জানান।

মঙ্গলবার (৩ জুন) সকালে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য উদয় তনচংগ্যা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তনচংগ্যা সহ গণমাধ্যম কর্মীগন ভাঙ্গনের কবলে বিহার এলাকা পরিদর্শন করেছেন।

জানা যায়, রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নবনির্মিত দ্বিতালা বিশিষ্ট ভবন বিহারটি প্রায় সমাজের ভিত্তবানের আর্থিক সহযোগিতায় প্রায় কোটি টাকার ব্যয়ে নির্মিত হয়। পাশাপাশি ঘিলামুখ রাস্তার মাথায় পাহাড়ের উপরে নির্মিত একটি ৪৫ ফুট বৌদ্ধ মুর্তি ন্থাপন করে এ উপজেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন স্থাপন করেছে। বৌদ্ধ মুর্তিটি দেখতে তিন পার্বত্য জেলাসহ চট্টগাম ও ঢাকার বিভিন্ন এলাকার ধর্মীয় গুরু ও দায়ক-দায়িকাগণ দর্শন করতে আসেন। দুঃখের বিষয় টানা বর্ষণে বিহারের পাশে মাটি ধসে গিয়ে বিহারটি যে কোন সময় ধসে পড়তে পাড়ে। বিষয়টি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা সুপ্রদীব ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নজরে আনার জন্য দাবি জানান।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, টানা তিন দিন প্রবল বর্ষণে রাজস্থলী বাজার মৈত্রী বৌদ্ধ বিহারের মাটি সরে যাওয়ার বিষয়টি আমারও নজরে এসেছে। জেলা পরিষদের চেয়ারম্যান বা উন্নয়নবোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে মাটির ধ্বস প্রতিরোধে গার্ড ওয়াল নির্মাণ করা যায় কিনা চেষ্টা অব্যাহত রাখব।