[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে পাহাড় ধসের শঙ্কা, নিম্নাঞ্চলের মানুষের জনজীবন দুর্ভোগে

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কায় রয়েছে মানুষ। এছাড়াও পাহাড়ি উজানের পানির ঢলে সাঙ্গু নদীতে বৃদ্ধি পেয়েছে পানি। ফলে নদীর তীরবর্তী ও বিভিন্ন স্থানের নিম্মাঞ্চলে বসবাসকারীদের জনজীবন এখন চরম দুর্ভোগ বেড়েছে।

এদিকে এই দুর্যোগের নিম্নাঞ্চল ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রচার করেছেন উপজেলা প্রশাসন। উপজেলায় ৪টি ইউনিয়নের অস্থায়ীভাবে ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর তীরে ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। টানা বৃষ্টির ফলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বর্ষণে বৃষ্টিপাতের নাইন্দারী পাড়া এলাকায় সড়কে পাহাড় ধস, আপ্রুমং পাড়া বিহারে পাশেই ঝিঁড়িতে পাহাড় ধস ও তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধসের ব্যাপকভাবে একটি পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

থানচি ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার রহিদুর রহমান মৃধা জানান, থানচি হতে জেলা শহরে যাওয়ার সড়কে নাইন্দারী পাড়া এলাকায় পাহাড় ধসের গাছ পড়ে যানবাহনে চলাচলে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার ষ্টেশনের সদস্যদের নিয়ে ধসে পড়ার মাটি ও গাছগুলো অপসারণ করে যানচলাচল এবং যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, দুর্যোগ মোকাবিলায় অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে দুর্যোগকালীন জরুরি সেবা কন্ট্রোল রুম খোলা আছে, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।