[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদানরাঙ্গামাটির রাজস্থলীতে ওয়ারেন্ট ভুক্ত ১ আসামী গ্রেফতারজুলাই শহীদদের স্মরণে রাজস্থলীতে বিএনপির মৌন মিছিললংগদুতে নবাগত ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে সংবর্ধনাজুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামীবাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির পুরসভার আয়ের টাকা মারিয়া দিয়া পাকাপোক্ত হইয়াছে হেইসব হইলো আরেক মহা ডেভিল, চিন্তায় আছি….

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। বৈষম্যবিরুধী আমাগো শেখের বেটি হাসিনা ক্ষেমতারে থুইয়া ভারুতে জাগিলেও হেই বৈষম্ম্যুতো পিছু ছাড়ে নাই। লুটেরার দল দেশের জেঠা-জেঠিগোর পকেট কাটিতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালা শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপুত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমজেঠা-জেঠিরা বাঁচি-মরি আর ঝুলিয়া রহি আপুনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব জোঠাও বিপদ সামলাইতেই হিমশিমে গড়াইতেছে। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহুত জেঠাতো চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো জ¦লিতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর বহুতের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। জেঠা কি বৈষম্ম্যুর সমাজের জোঁ-জেঠিগোর সুখ-দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। ভোরবেলা বিছানা ছাড়িয়া দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনায় মত্ত। ভটভট ইঞ্জিন চালাইয়া জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া কুঠিরে ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার জেঠা-জেঠি বহুতে কহিলো তাইনেগোরে প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কেমনে রক্ষা পাওন যায়। জোঠার নিজের ডিগ্রীও থার্ডক্লাস এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে ঝড়িয়াও পড়িয়াছে, এই হইলো জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা হুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন। সকালে বিছানা ছাড়িতে লেট। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯ হ্যালো বাই বাই, তয় দেশে ডেঙ্গুতে উইলকাম হইতছে। আবার বৈষম্ম্যুর নামে লুটেরা ভাইরাসের দল কাহারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই লুটেরা ভাইরাসের মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম কাম্িপউটার গেম। এই জেঠাও নানান কিছিমের রঙ্গরসের কুইশান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, লগে বায়নাও ধরে তয় আমি জেঠা যে কোন খানে লুকাইবো হেই চিন্তা লইয়া খুবই চিন্তায়ও আছি… যাউ¹া…

আমাগো দেব জেঠা কহিলো, ‘ডেভিল’ ধরিতে আমাগো পুলিশ জেঠারা জোরসে কাজ চালাইয়া যাইতেছে। শহরের বহুত এলাকায় আভিযান চালাইয়া মনে হইতেছে ডজন খানেক আটক করিয়াছে। নগরের ক্ষেপা জেঠা বহুতে কহিলো গেল সরকারের আসল ডেভিলরাতো আত্মগোপনে রহিয়াছে। তয় পুলিশ জেঠারা তাঁগোর শেষ নাম্বারের সরহকারীগোরেই আটক করিতেছে। কথা হইলো নামখাওয়াস্তা কাম চালাইলে হইবে না যারা জনগনের অর্থ লুট করিয়াছে, ভোটাধিকার হনন করিয়াছে, কুটি কুটি টাকার সম্পদের মালিক বনিয়াছে সেই সব ডেভিলগোরেই কলার ধরিয়া টান মারিতে হইবে। উচিৎ শিক্ষা দিতে না পারিলে সামনের হ¹ল রাস্তায় নোটের মাইর দিয়া উলট পালট করিয়া ছাড়িবে, চিন্তায় আছি।

রুহুল জেঠা কহিলো, আমাগো রাঙ্গামাটি পুরসভায় ডেভিলের ছত্রছায়ায় থাকিয়া জন্ম নিবন্ধন, দোকানের প্লট, সৌচাগার, ইজারার বাজার হইতে পুরসভার আয়ের টাকা মারিয়া দিয়া পাকাপোক্ত হইয়াছে হেইসব হইলো আরেক মহা ডেভিল। পুরসভার ক্ষেপা জেঠা-জেঠিরাও নাকি ঠকিয়াছে। তয় তাইনেগোরও আভিযোগ রাঙ্গামাটি পুরসভা পুতিষ্ঠানের হগ ক্যাশে ঠিক ঠিক জমা না দিয়া পকেটে ভরিয়া ডেভিলরাই তাঁগো ব্যাংক ব্যালেন্স বাড়াইয়াছে। নগরের জেঠা বহুতে কহিলো দুদক জেঠারা কারো কানাঘুষা না শুনিয়া যদি হিসাবের উপর রোলার চালায় তাহা হইলে চুরির হ¹লই বাহির হইয়া যাইবে, চিন্তায় আছি।

আবু জেঠা কহিলো, আমাগো পাহাড়ির সীমান্ত এলাকা দিয়া ভারতে বর্ডার বাহিনী ক’দিন পর পরই হেইখানের মানুষ ধরিয়া পুশ করিতেছে। গেল সপ্তাহে দফায় দফায় শতের কাছাকাছি জোর করিয়া ঠেলিয়া পাঠাইয়াছে আমাগো দেশে। এইসব ঘটনা লইয়া আমাগো বর্ডার গার্ডরা মহা ঝামেলায় দিন রাইত কাটাইতেছে। এমনিতেই দেশের সমাজের চেহারা দিন দিন খারাপই হইতেছে তারমইধ্যে এইসব কাম। এমনিতেও দেশের মানুষ রোহিঙ্গ্যাগোরে লইয়া চিন্তায় দিন কাটাইতেছে, তার মইধ্যে ভারতের গুলাইনও ঢুকিতেছে। যা মনে হইতেছে ঠেলা ঠেলিতে দেশের জেঠা-জেঠিগোর আবুস্থা চরমে পৌছাইবে, চিন্তায় আছি।

আলী জেঠা কহিলো, টানা ঝড়ের মইধ্যে পড়িয়া শহর নগরের জেঠা-জেঠিরা চরম বিপদে যাইয়া পড়িতেছে। অভাগা দুই জেঠা এরই মইধ্যে কাপ্তাই হ্রদে ভাসিয়া যাইয়া সলিল সমাধি দিয়াছে। অসহায় খাটিয়া খাওয়া জেঠারা কেহই গাছের গুড়ি কেহইবা মাছ ধরিতে যাইয়া স্রোতের ঠেলায় ভাসিয়া সলিল সমাধি হইয়া গিয়াছে। প্রতি বছরই এই সমুয়ে পানির ঠেলা বাড়িয়া যায় এইসব জানিয়াও জেঠারা হ্রদে নামিতে তোড়জোর চালায় এষুন ফলাফল কিহইলো পুরো পুরিবার বুক চাপড়াইয়া কাঁদিতে কাঁদিতে চোখের জলে ভাসিতেছে। কথা হইলো পরিবারের সচেতনতা না থাকিলে আমাগো প্রশাসন কিভাবে তাঁগোরে সামলাইবে, চিন্তায় আছি।

ওফি জেঠা কহিলো লামায় গরুর ক্রেতা-বিক্রেতা উভয়ই ইজারার টোল গুনিতে হইতেছে। এইসব ঘটনা লইয়া হেইখানের মুসল্লিরা ক্ষেপিতেছে। বাড়তি টোল কিসের জইন্য দিবে এইসব লইয়া ক্রেতা-বিক্রেতা রীতিমতন ঢোল পিটাইয়া ছাড়িতেছে। প্রশাসনের জেঠাগোরে কড়া কথা হুনাইতেও ছড়িতেছে না। কথা হইলো বিক্রেতারাইতো টোল দেওনের কথা কিনতু ক্রেতারা হাটে গরু কিনিতে যাইয়া লগে টোল দিতে হইলে জেঠা-জেঠিরাতো ঢোল পিটাইবেই, চিন্তায় আছি।

ওানা জেঠা কহিলো পাহাড়ের বহুত সীমান্ত এলাকা দিয়াতো ভারতে সিগারেট ওরিস লাইন ধরিয়া ঢুকিতেছেই। এইসব বন্ধ করিতে আমাগো বিজিবির জেঠারাও নাকি হিমশিম খাইতেছে। সামনে পাহাড়য় থাকিলেও কি হইবে পিছনের দরজাতো ভাঙ্গাচোড়া। হেই কারনে মজুতদার জেঠারা মুলধন বাড়াইয়া দিয়া গুপ্তধন পাইয়াছে মনে করিয়া খালি বিড়ি সিগারেট ঢুকাইতেছে নিজেগোর দেশে। কথা হইলো আমাগো বর্ডার গার্ড জেঠাগোর দৃষ্টি আরো বাড়াইতে হইবে না হইলে বহুতে চাইবে তালগোল পাকাই নিজেগোর কাম চালাইতে, চিন্তায় আছি।

আমাগো মাত্তাল লেদু কহিলো আর কত্ত। বৈষম্যবিরোধী আন্দোলন হইয়াছে, দেশের চেয়ার-টেবিল পাল্টাইয়াছে চরিত্র একই নিয়মের রহিয়াছে। অবৈধভাবেই বছরের পর বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি। ক্ষেমতার অধিকারী হইয়া রাজনৈতিক লেজুরভিত্তি চালাইয়া শহর নগরের অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া লাগাতারই ছেঁচড়াইতেছে। ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি চুইংগামের মতন লম্বা হইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পাহাড় সমতলে কতো রকুম-বেরকুমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০১জুন ২০২৫ খ্রিঃ রবিবার