[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

যাত্রীর কল্যাণে কাপ্তাই-চট্টগ্রাম ওয়াইসিএল পরিবহণ উদ্বোধন

১২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই-চট্রগ্রাম জেটিঘাট থেকে ওয়াই সি এল পরিবহণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই জেটিঘাটে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

প্রধান অতিথি উপস্থিত থেকে নতুন বাস সার্ভিস উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়াই সি এল পরিবহণ কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান সিকদার।

এসময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী, চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ইয়েস ওয়াল্ড কনসোর্টিয়াম লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. হারুনুর রশিদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সিবিএ সভাপতি মো. বেলাল এবং সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই উপজেলা হেডম্যান প্রতিনিধি লাকি তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলায় এ ধরনের বাস সার্ভিস চালু ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে এই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়ে যায়।

তাছাড়া পর্যটকরা কাপ্তাইয়ে আসতেও বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে নতুন এই বাস সার্ভিস চালু হওয়াতে সকলের মাঝে স্বস্তি ফিরে আসবে। নতুনভাবে চালু হওয়া এই বাস সার্ভিস যেন ভবিষ্যতেও চলমান থাকে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা সহ সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।