[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

পানছড়িতে আশ্রয় কেন্দ্রে ৩ বিজিবির খাদ্য সহায়তা

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবির পানছড়ি লোগাং জোন। শনিবার (৩১ মে) সকাল ৭টার দিকে ব্যাটালিয়নের আওতায়ধীন এলাকার হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

বিজিবি’র জোন সুত্র জানায়, টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসের আশঙ্কার কারনে হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ৫টি পরিবারের ২৭ জন বাসিন্দাদের মাঝে ডিম ভুনা ও খিচুড়ী প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। এসময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়ার তত্বাবধানে এসব সামগ্রী তুলে দেন সুবেদার মেজর নাজমুল হাসান।

মানুষের কল্যাণে ও এলাকার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে ৩ বিজিবির এমন মানবিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান জোনের দায়িত্বশীলরা।