[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুরআলীকদমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণবান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি সহ ৩ জনের মৃত্যু, আহত-৭দীঘিনালায় উদ্ধার করা ময়না ও টিয়া পাখি বনে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাবান্দরবানের থানচিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিনরাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশী
[/vc_column_text][/vc_column][/vc_row]

সড়কে চাঁদাবাজি, গুইমারায় সেনাবাহিনীর অভিযানে আটক দুই

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারায় চাঁদাবাজি কালে মোঃ খলিলুর রহমান ও মোঃ আবু সায়েদ নামের দুই চাঁদাবাজকে আটক করেছে সেনা সদস্যরা। বুধবার (২৮ মে) মধ্যরাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ শাইয়েন কাদিরের নেতৃত্বাধীন একটি টহল দল উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এসময় তাদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। তারা গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেশ কিছু এলাকায় বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে দিনে-রাতে কাঠ, ইট, বালু ও বিভিন্ন মালবাহী ট্রাক থামিয়ে প্রতিনিয়ত চাঁদা আদায় করেন। যা গাড়ী প্রতি ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। আর তাদের কথা মতো কোনো চালক যদি চাঁদা দিতে রাজি না হয়, তাহলে গাড়ি আটকে রাখতেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ট্রাক চালক ও সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। দিনদিন তাদের চাঁদাবাজির মাত্র বেড়েই চলেছে। তাদেন এমন কর্মকাণ্ডে আমরা বিরক্ত।

এই বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাইয়েন কাদির বলেন, চাঁদাবাজির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, আটককৃত দুই চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।