[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুরআলীকদমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণবান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি সহ ৩ জনের মৃত্যু, আহত-৭দীঘিনালায় উদ্ধার করা ময়না ও টিয়া পাখি বনে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাবান্দরবানের থানচিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিনরাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশী
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসনের সতর্কতা জারি

॥ মোহাম্মদ আলী ॥
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলা শহর সহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। যার কারণে রাঙ্গামাটিসহ ১০ উপজেলায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ভেদভেদি, লোকনাথ মন্দির ও বিএডিসি হিল এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান।

রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী ও লংগদু— এসব উপজেলায় পূর্বের অভিজ্ঞতা ও প্রাণহানির ঘটনাকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

জেলা সদর সহ সকল উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান।

জেলা প্রশাসক জানান, ২০১৭ সালের পাহাড় ধস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। কোনোভাবেই যেন একটি প্রাণও না হারায়, সেটিই সবচেয়ে বড় অগ্রাধিকার দিতে হবে। পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।