খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে সৃজনশীল আলোচনা সভা
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“আসুন সবাই মিলে গড়ি, মাসিক বান্ধব পৃথিবী” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৫ উপলক্ষে সৃজনশীল কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (ইঘচঝ)-চজওগঊ প্রকল্পের সহযোগিতায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা। অনুষ্ঠানে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য রাঙ্গাবি চাকমা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য গৌরিমালা ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর বিস্তারিত ধারণা পেশ করেন ওইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের সদস্য খুরশিদা আক্তার। তিনি লিখিত বক্তব্যে বলেন, মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও বাংলাদেশে অধিকাংশ নারী ও কিশোরী মাসিক স্বাস্থ্য সঠিকভাবে বজায় রাখতে পারে না। পরিষ্কার পানি, স্যানিটেশন সুবিধা এবং স্যানিটারি পণ্য সীমিত হওয়ায় অনেক নারী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। তিনি আরও বলেন, মাসিক স্বাস্থ্য শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় নয়, এটি নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের সঙ্গে গভীরভাবে জড়িত। সরকার ইতোমধ্যে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র ২০২১’ প্রণয়ন করলেও বাস্তবায়নে অনেক দুর্বলতা বিদ্যমান। অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য স্কুল, পরিবার ও কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।