[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশীবান্দবানের থানচিতে ক্যান্সার আক্রান্ত মা’কে বাঁচাতে ছেলের প্রানান্ত চেষ্টা, প্রয়োজন ২ লক্ষ টাকাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নোম্যান্স ল্যান্ডে এবার যুবকের পা বিছিন্নরিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩কথা হইলো পাহাড় নষ্টের ডিরেক্টরগোর পান্ডুলিপি হয় টানিয়া ছিঁড়িতে হইবে নয় কেঁচি মারিতে হইবে, চিন্তায় আছি…পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়াকে না বলতে আগাম প্রস্তুতি নিতে হবেবাংলাদেশ তঞ্চঙ্গ্যা এস্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি সোহেল, সম্পাদক রিতা তঞ্চঙ্গ্যাঁবান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে নারীদের উঠান বৈঠক বাল্য বিবাহ প্রতিরোধ নারীদের এগিয়ে আসতে হবে

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় তথ্য আপা প্রকল্পের আয়োজনে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়), এর আওতায় সোমবার (২৬ মে) বিকাল ৩টায় শহীদ তিতুমীর একাডেমিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করে তথ্য সেবা কর্মকর্তা নুংমেচিং মারমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন, সরকারের সেবাসমুহ গ্রহণ করুন এবংরাষ্ট্রকে মজবুত করুন। অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাই বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক রোধে নারীদের প্রথমেই পরিবার হতে এগিয়ে আসতে হবে। উঠতী বয়সী সন্তানরা কি করছে এটা মায়েদের খেয়াল রাখতে হবে। এবং সরকারের সেবা গ্রহণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন। এসময় গ্রামীণ ১শ’নারী অংশগ্রহণ করে।