কাপ্তাইয়ে নারীদের উঠান বৈঠক বাল্য বিবাহ প্রতিরোধ নারীদের এগিয়ে আসতে হবে
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় তথ্য আপা প্রকল্পের আয়োজনে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়), এর আওতায় সোমবার (২৬ মে) বিকাল ৩টায় শহীদ তিতুমীর একাডেমিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করে তথ্য সেবা কর্মকর্তা নুংমেচিং মারমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন, সরকারের সেবাসমুহ গ্রহণ করুন এবংরাষ্ট্রকে মজবুত করুন। অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাই বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক রোধে নারীদের প্রথমেই পরিবার হতে এগিয়ে আসতে হবে। উঠতী বয়সী সন্তানরা কি করছে এটা মায়েদের খেয়াল রাখতে হবে। এবং সরকারের সেবা গ্রহণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন। এসময় গ্রামীণ ১শ’নারী অংশগ্রহণ করে।