[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশীবান্দবানের থানচিতে ক্যান্সার আক্রান্ত মা’কে বাঁচাতে ছেলের প্রানান্ত চেষ্টা, প্রয়োজন ২ লক্ষ টাকাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নোম্যান্স ল্যান্ডে এবার যুবকের পা বিছিন্নরিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩কথা হইলো পাহাড় নষ্টের ডিরেক্টরগোর পান্ডুলিপি হয় টানিয়া ছিঁড়িতে হইবে নয় কেঁচি মারিতে হইবে, চিন্তায় আছি…পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়াকে না বলতে আগাম প্রস্তুতি নিতে হবেবাংলাদেশ তঞ্চঙ্গ্যা এস্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি সোহেল, সম্পাদক রিতা তঞ্চঙ্গ্যাঁবান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহ্নত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পূন্য সেন তনচংগ্যা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কুষি বিভাগের উপ সহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮)। রবিবার (২৫ মে ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত সড়কের হলুদিয়া পাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পূন্যসেন বগাছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং গাইন্দ্যা ইউনিয়নের ছিংখ্যং পাড়ার জ্ঞান তনচংগ্যার ছেলে। আহত নন্দীয় তনচংগ্যা একই এলাকার মৃত নতুন মাষ্টার এর ছেলে। তারা দুজনেই শালা দুলা ভাই মিলে স্কুল ছুটির পর সীমান্ত সড়কে ঘুরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার স্কুল ছুটির পর নিহত পূন্যসেন ও নন্দীয় তনচংগ্যা বাড়ী এলাকা থেকে মোটরসাইকেল করে সীমান্ত সড়কে ঘুরার শেষে বাড়ী ফেরার পথে হটাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারের সাথে সজোরে ধাক্কা দেয় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেল চালক পূন্যসেন তনচংগ্যা। আহত নন্দীয় তনচংগ্যা কে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে রাজস্থলী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেন।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চোধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।