[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশীবান্দবানের থানচিতে ক্যান্সার আক্রান্ত মা’কে বাঁচাতে ছেলের প্রানান্ত চেষ্টা, প্রয়োজন ২ লক্ষ টাকাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নোম্যান্স ল্যান্ডে এবার যুবকের পা বিছিন্নরিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩কথা হইলো পাহাড় নষ্টের ডিরেক্টরগোর পান্ডুলিপি হয় টানিয়া ছিঁড়িতে হইবে নয় কেঁচি মারিতে হইবে, চিন্তায় আছি…পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়াকে না বলতে আগাম প্রস্তুতি নিতে হবেবাংলাদেশ তঞ্চঙ্গ্যা এস্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি সোহেল, সম্পাদক রিতা তঞ্চঙ্গ্যাঁবান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে কৃষি ঋণ পেলো ১০ কৃষক

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় রুপালি ব্যাংক পিএলসি শাখার আয়োজনে প্রকাশ্যে দশ লক্ষ টাকার কৃষি ঋণ ১০ জনকে বিতরন ও গ্রাহক সমাবেশ অনু্ষ্িঠত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে উপজেলা হল রুমে রামগড় রুপালি ব্যাংকের সহকারী অফিসার সবুজ চন্দ্র দাশের সঞ্চালনা ও শাখা ব্যবস্থাপক আমাজাদ হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঋণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এস.এম. দিদারুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক পিএলসি চট্রগ্রাম পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সফিকুল ইসলাম, চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রুপক কুমার রক্ষিত। ব্যাংকের সিনিয়র অফিসার চাইলাউ মারমা সহ কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক শুভাশীষ দাশ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। গ্রাহকদের পক্ষ থেকে ব্যক্তব্য প্রদান করেন, রামগড় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, ফার্মেসি ব্যবসায়ী অপু শীল।

রুপালী ব্যাংক রামগড় শাখার ব্যাবস্থাপক আমজাদ হোসেন বলেন, আমাদের ব্যাংকের সুবিধাসমূহ হচ্ছে কৃষি ও পল্লি ঋণ বিতরণ, সিএমএসএমআই ঋণ সুবিধা, আমানতের বিপরীতে ঋণ সুবিধা, অগ্রাধিকার ভিত্তিতে রেমিট্যান্স প্রদান, সঞ্চয়ী-চলতি ও স্কুল ব্যাংকিং হিসাব হিসাব খোলা, ডিপিএস-এফডিআর ও ডাবল বেনিফিট স্কিম সুবিধা, এপ্যাস এর মাধ্যমে লেনদেন এর সুবিধা, আরটিজিএস ও ইএফটিএন এর মাধ্যমে ফ্রি লেনদেন, এটিএম কার্ড ও এমআইসিআর চেক বই সুবিধা, অনলাইন চার্জ বিহীন লেনদেন, এ চালান সুবিধা ও মাসিক মুনাফা স্কীম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।