[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশীবান্দবানের থানচিতে ক্যান্সার আক্রান্ত মা’কে বাঁচাতে ছেলের প্রানান্ত চেষ্টা, প্রয়োজন ২ লক্ষ টাকাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নোম্যান্স ল্যান্ডে এবার যুবকের পা বিছিন্নরিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩কথা হইলো পাহাড় নষ্টের ডিরেক্টরগোর পান্ডুলিপি হয় টানিয়া ছিঁড়িতে হইবে নয় কেঁচি মারিতে হইবে, চিন্তায় আছি…পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়াকে না বলতে আগাম প্রস্তুতি নিতে হবেবাংলাদেশ তঞ্চঙ্গ্যা এস্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি সোহেল, সম্পাদক রিতা তঞ্চঙ্গ্যাঁবান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারো ১৯জনকে পুশ করলো বিএসএফ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারে নারী ও শিশুসহ ১৯ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। এরা সকলেই মুসলিম সম্প্রদায়ের বাংলা ভাষাভাষি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৬মে) ভোর সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে গোলমনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইন করে।

জানা যায়, সীমান্ত পার হয়ে মাটিরাঙ্গার তাইন্দং কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা এদেরকে আটক করে বিজিবি কৃষ্ণদয়াল পাড়া বিওপি-তে খবর দিলে বিজিবি তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, তাইন্দং সীমান্ত পয়েন্ট দিয়ে যাদেরকে পুশইন করা হয়েছে তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এর আগে গেল ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।