[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমি মেলাবান্দরবানের রুমা উপজেলায় শুরু তিন দিনব্যাপী ভুমি মেলাআলীকদমে বুদ্ধ জাদী রক্ষায় জেলা প্রশাসককে স্মারকলিপি সহ আইনি পদক্ষেপের দাবিকাপ্তাই উপজেলায় ভূমি মেলা উদ্বোধনকথা হইলো তাঁগোরে যেখানে ইন করা হইয়াছে হেইখানের দালালের খপ্পরে পড়িয়া আউট হইতেছে, চিন্তায় আছি….পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির জন্য স্থায়ী প্রকল্প চাইমূর্তি ভাংচুরের ঘটনা সাজানো দাবী করে লামায় ম্রো ও মার্মা সম্প্রদায়ের মানববন্ধনখাগাড়ছড়ির দীঘিনালায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২খাগড়াছড়িতে ১৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট সহ দুই সহোদর আটকখাগড়াছড়িতে বিএডিসি সার ডিলার নিবন্ধন পেতে সংবাদ সম্মেলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

কথা হইলো তাঁগোরে যেখানে ইন করা হইয়াছে হেইখানের দালালের খপ্পরে পড়িয়া আউট হইতেছে, চিন্তায় আছি….

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। বৈষম্যবিরুধী আমাগো শেখের বেটি হাসিনা ক্ষেমতারে থুইয়া ভারুতে জাগিলেও হেই বৈষম্ম্যুতো পিছু ছাড়ে নাই। লুটেরার দল দেশের জেঠা-জেঠিগোর পকেট কাটিতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালা শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপুত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমজেঠা-জেঠিরা বাঁচি-মরি আর ঝুলিয়া রহি আপুনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব জোঠাও বিপদ সামলাইতেই হিমশিমে গড়াইতেছে। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহুত জেঠাতো চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো জ¦লিতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর বহুতের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। জেঠা কি বৈষম্ম্যুর সমাজের জোঁ-জেঠিগোর সুখ-দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। ভোরবেলা বিছানা ছাড়িয়া দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনায় মত্ত। ভটভট ইঞ্জিন চালাইয়া জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া কুঠিরে ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার জেঠা-জেঠি বহুতে কহিলো তাইনেগোরে প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কেমনে রক্ষা পাওন যায়। জোঠার নিজের ডিগ্রীও থার্ডক্লাস এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে ঝড়িয়াও পড়িয়াছে, এই হইলো জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা হুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন। সকালে বিছানা ছাড়িতে লেট। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯ হ্যালো বাই বাই, তয় দেশে ডেঙ্গুতে উইলকাম হইতছে। আবার বৈষম্ম্যুর নামে লুটেরা ভাইরাসের দল কাহারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই লুটেরা ভাইরাসের মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম কাম্িপউটার গেম। এই জেঠাও নানান কিছিমের রঙ্গরসের কুইশান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, লগে বায়নাও ধরে তয় আমি জেঠা যে কোন খানে লুকাইবো হেই চিন্তা লইয়া খুবই চিন্তায়ও আছি… যাউ¹া…

আমাগো খান জেঠা কহিলো, রাজুস্থলী উপুজিলার নানান স্থানেই প্রকাশ্যেই মাদক দ্রব্য কেনা বেচা হইতেছে। এইসব লইয়া হেইখানের যব পেলাপাইন মাদকের পিছনে ছুটিতেছে। হেইখানের হাট-বাজার নগর মহল্লায় মাদক খুঁজিলেই নাকি পাইতেছে। অভিভাবক জেঠা-জেঠিরা তাগো পোলাপাইন লইয়া মহা চিন্তায় রহিয়াছে। ক্ষেপা জেঠা-জেঠি বহুতে কহিলো যৌথবাহিনীর আভিযান না চালাইলে এর হইতে রেহাই পাইবে না। কথা হইলো মাদক আসার হ¹ল পথঘাট বন্ধ করিয়া দিতে হইবে না হইলে এর হইতে পরিত্রাণ পাওন মুশকিল। এই মাদকের টালে যে ডুবিয়া মজা পাইবে সে খালি ডুবই মারিতে চাহিবে, চিন্তায় আছি….

রফি জেঠা কহিলো লামার আবুল খায়ের টোবাকোর অফিসে ডুকিয়া কুটি টাকা লুটের আরো বহুত টাকা উদ্ধার করিয়াছে পুলিশ জেঠারা। এই আকামের পিছনের মূল হোতা মাস্টরমাইন আগ্নেয়াস্ত, বুলেট, ছুরি নগদ টাকা সহ মোঃ করিম জেঠারে আটক করিয়াছে। যা মনে হইতেছে এই মাস্টরমাইন জেঠা বহুত আগে হইতেই ওঁৎ পাতিয়া শেষমেষ দলবল লইয়া অপারেশন চালাইয়া কুটি টাকা হাতাইয়াছে। তয় লামার আনাচে কানাচে বহুত চোর ডাকাইত ছেঁছড়ার দল ভারি হইয়াছে, উপরাইতে না পারিলে খালি জেঠা-জেঠির পকেট কাটিতেই চাইবে, চিন্তায় আছি….

কান্ত জেঠা কহিলো, থানচি উপুজিলায় বহুত কম্পিটারের দোকান হইতে চেয়ারমন সনদ, জন্ম সনদ, রোহিঙ্গা নয় মর্মে সনদ লগে আরো বহুত ফর্দের সনদও টাকা-পয়সা দিয়া জেঠা-জেঠিরা লইতেছে। ইেসব লইয়া হেইখানের উপুজিলা প্রশাসনে তোলপাড় হইতেছে। মোট অংকের টাকা লইয়া চেয়ারমন মেম্বর আর দালাল চক্র সোচ্চার হইয়া এইসব দেশবিরোধী আকাম চালাইতেছে। এই ঘটনা লইয়া ইউএনও জেঠা কড়া বার্তা দিয়াছে যদি ধরা খায় চেয়ারমন মেম্বরদেও খব আছে। কথা হইলো এই চোরের দরগুলাইনরে পুরিষদ হইতে এক নুটিশে বিদায় করনের দরকার, চিন্তায় আছি….

আমাগো বাঘাইছড়ি থানা জেঠারা কহিলো, উপুজিলা বিভিন্ন গাঁও গ্রাম এলাকায় চান্দাবাজির হোতা বাবুধন জেঠার গ্রেফতার দাবি জানাইয়া হেইখানের বহুত জেঠা-জেঠিরা মানববন্ধন করিয়াছে। বাবুধন জেঠা নাকি তাঁগোরে চান্দার জইন্য খালি অত্যাচার কয়িা যাইতেছে। ইফপিডএিফ’র মুল দলে মদদপুষ্ট হইয়া এই সাহস দেখাইতেছে তার অত্যাচার হইতে রেহাই পাইতে জেঠা-জেঠিরা রাস্তা নামিয়াছে। গেল বিষুধবার তাইনেরা মানববন্ধনে আইনসৃংখলা বাহিনীর সহযোগীতা প্রার্থনা করিয়াছে। যা মনে হইতে এই জেঠার অত্যাচার বন্ধ না করিলে মাহা বিপদ ঘাঁইয়া বসিবে, চিন্তায় আছি….

কাশ জেঠা কহিলো বান্দরবানের নানান এলাকায় কাজের লেবার হইয়া গোপনে রোহিঙ্গ্যার দল জোট বাধিয়াছে। নিজেগোর অসল পুরিচয় না দেখাইয়া নকলে নকলে চলিতে যাইয়া পরে ধরা খাইয়াছে। গেল বুধবার আমাগো পুলিশ জেঠারা গোপন সংবাদ পাইয়া বালাঘাটায় অভিযান চালাইয়া ৮ জন রোহিঙ্গ্যারে আটক করিতে সক্ষম হইয়াছে। কথা হইলো তাঁগোরে যেখানে ইন করা হইয়াছে হেইখানের দালালের খপ্পরে পড়িয়া আউট হইতেছে, চিন্তায় আছি….

আমাগো উষা জেঠা কহিলো দেশে আন্দোলনের নামে দেশের অস্তিত্বকে অস্বীকার করা হইতেছে। জাতীয় নির্বাচন লইয়া যা তামাশা তাহাতে ধোঁয়াশা দেখা দিয়াছে। অন্তবুর্তী সরকারে যারা দায়িত্ব লইয়া বসিয়াছে তাগো মইধ্যে ক্ষেমতার লোভ দানা বাঁন্ধিয়াছে। আঞ্চলিক নেতা দাবিদার বহুতের বিষয় আসয়ে কহিলো, যারা বিভেদ সৃষ্টি করিয়াছে তারাই এগত্তর হওনের কথা কহে এরা হইলো জুম্ম স্বার্থ পরিপন্থী। কথা হইলো ঘরের দরজা যারা ভাঙ্গিয়াছে তাগো হইতে হ¹লের সাবধানতা অবলম্বন করিতে হইবে, চিন্তায় আছি….

আমাগো মাত্তাল লেদু কহিলো আর কত্ত। বৈষম্যবিরোধী আন্দোলন হইয়াছে, দেশের চেয়ার-টেবিল পাল্টাইয়াছে চরিত্র একই নিয়মের রহিয়াছে। অবৈধভাবেই বছরের পর বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি। ক্ষেমতার অধিকারী হইয়া রাজনৈতিক লেজুরভিত্তি চালাইয়া শহর নগরের অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া লাগাতারই ছেঁচড়াইতেছে। ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি চুইংগামের মতন লম্বা হইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পাহাড় সমতলে কতো রকুম-বেরকুমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২৫ মে ২০২৫ খ্রিঃ রবিবার