[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করেপাহাড়ের সময় এর মানবিক প্রতিষ্ঠান পিছিয়েপড়া অসহায়, দরিদ্রদের শিক্ষা, সাংস্কৃতির কল্যাণ সরসী “তেঁতুলপাতা”জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমাআমরা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতিতে শরিক হতে চাই- পার্বত্য উপদেষ্টারাঙ্গামাটিতে শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠিতপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নকৃত পানছড়ি বাস টার্মিনাল অব্যবহৃতবাঘাইহাটে বিজিবি কর্তৃক ‘‘মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপনরামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিতরাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে বুদ্ধ জাদী রক্ষায় জেলা প্রশাসককে স্মারকলিপি সহ আইনি পদক্ষেপের দাবি

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে মারাইংতং জাদী পাহাড়ে জমি দখল করে বাণিজ্যিকীকরণের অপচেষ্টা এবং বুদ্ধ মূর্তি ভাংচুরের ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। রবিবার (২৫শে মে) দুই শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

এ সময় উপস্হিত ছিলেন আলীকদম আমতলী পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রজ্যোতি ভিক্ষু,মারাইংতং মহা জাদি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ-উইচারা মহাথের, হেডম্যান উক্যজাই মার্মা, হেডম্যান মংক্যানু মার্মা, হেডম্যান অংহ্লাচিং মার্মা, সমরঞ্জন বড়ুয়া,কলার ঝিরি অনাই ম্রো অনাথ আশ্রম পরিচালক রারুই ম্রো,এনুচা মার্মা,পূর্ণসেন তঞ্চঙ্গ্যাঁসহ প্রমূখ।

স্মারকলিপিতে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা অভিযোগ করেন, লামা উপজেলার শিক্ষক উথোয়াই মার্মা জয় ও ব্যবসায়ী অক্সাস মামুন সাঙ্গু মৌজার হেডম্যানকে প্রভাবিত করে মারাইংতং জাদীর জমি দখল করে সেখানে বাণিজ্যিক রিসোর্ট তৈরির চেষ্টা করছেন। এর ফলস্বরূপ, জাদীর পবিত্রতা নষ্টের পাশাপাশি গত ২১শে মে একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে যা স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

স্মারকলিপিতে এই ঘটনার প্রেক্ষিতে বেশ কিছু আইনি বিষয় তুলে ধরা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ অনুযায়ী প্রথা বহির্ভূত ভূমি দখলের চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে, যা আইনত দণ্ডনীয়। এছাড়াও, পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি, ১৯০০ অনুযায়ী হেডম্যানের দায়িত্ব রাজস্ব আদায় ও প্রশাসনিক কাজ দেখাশোনা করা, ব্যক্তিগতভাবে সরকারি বা ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের অধিকার তার নেই বলে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশের দণ্ডবিধি ১৮৬০ এর ৪৪৭ ধারা অনুযায়ী অনধিকার প্রবেশ এবং উপাসনালয়ে হামলার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিতে এলাকাবাসী মারাইংতং জাদীর আশেপাশে সমস্ত অননুমোদিত বাণিজ্যিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করা সহ আইনী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে নিম্নলিখি প্রদান করেন।

স্মারকলিপিতে মারাইংতং জাদীর প্রতিষ্ঠাতা উ উইচারা ভিক্ষুসহ বহু বৌদ্ধ ধর্মাবলম্বী স্বাক্ষর করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।