[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় তারাবনিয়া সড়কের দুই পাশে বৃক্ষ রোপনলামায় বাড়ির মাচাংয়ে পাওয়া গেল ৯ বছরের শিশুর মৃতদেহবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার বিহার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার ‘মা’ অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে নাপানছিড়িতে ভেজা চোখে রাজকীয় বিদায় জানালেন মসজিদের ইমামকেখাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতাররাঙ্গামাটির বাঙ্গালহালিয়া খাল ঐতির্হ্যের নীরব সাক্ষী, অথচ দখলে দূষণে বিপর্যস্তকাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেওসুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়লংগদু উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ মতবিনিময়
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে বিএডিসি সার ডিলার নিবন্ধন পেতে সংবাদ সম্মেলন

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
কৃষক ও কৃষি উন্নয়নের লক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির সব উপজেলায় বিএডিসি সার ডিলার নিয়োগের দাবিতে ও জেলা বিএফ সভাপতি ও অন্যান্য সদস্য কর্তৃক বিএডিসি বিদ্যমান বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টায় মানিকছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএডিসি বীজ ডিলার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

বিএডিসি বিদ্যমান বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধন দিয়ে অবৈধ সার সিন্ডিকেট, একক কৃর্তৃত্ব, মনোপলি ব্যবস্থা রুখে দেয়ার দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএডিসি বীজ ডিলার কমিটি।

লিখিত বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন, খাগড়াছড়ির সকল উপজেলার বিএডিসি বীজ ডিলারগণ সার ডিলার হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিএডিসির মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) বরাবর আবেদন করেন। এসব আবেদন আমলে নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা উপ-পরিচালক বরাবর প্রেরন করেন মহাব্যবস্থাপক। পরে জেলা সার বীজ মনিটরিং কমিটির সভায় এসব আবেদন উপস্থাপন করলে বিএফ সভাপতিসহ অন্যান্য সদস্যরা এই নিয়োগ বন্ধের জন্য চেষ্টা চালান। এতে সফল হয়নি তারা। পরে জেলা প্রশাসক এসব আবেদন স্ব স্ব উপজেলায় প্রয়োজনীয়তা এবং অধিকতর যাচাই-বাচাইয়ের জন্য প্রেরণ করলে মানিকছড়িতে যাচাই-বাছাই কমিটি বিএডিসির সার ডিলার প্রয়োজনীতা নেই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। অথচ পার্শবর্তি মাটিরাঙ্গা উপজেলায় প্রয়োজনীয়তা আছে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। তবে সেই সভায় বিএডিসির কোন সদস্যকে না রাখায় তারা কোনো মতামত প্রকাশ করতে পারিনি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

তাছাড়া অত্র উপজেলায় বিএডিসির কোনো ডিলার না থাকলেও এখানে ডিলারের প্রয়োজনীতা নেই বলে সিদ্ধান্ত হয়। তবে কাদের স্বার্থে বিএডিসির ডিলার নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানতে চেয়েছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসককে অনুরোধ জানিয়ে বিএডিসির বীজ ডিলারদের আবেদন গুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক অনুমোদন দেওয়ারও দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে। এসময় বিএডিসি বীজ ডিলার কমিটির অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।