[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পাহাড়ে তিল চাষে সোনালী সাফল্যরাঙ্গামাটির বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে প্রশাসনের সহায়তাঅবশেষে লামায় টোব্যাকোয় ডাকাতির মাস্টারমাইন্ড করিম অস্ত্র সহ গ্রেফতারবাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফ (মূল) দলের বাবুধন চাকমার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনদীঘিনালায় চালের বস্তায় ১৬ লিটার চোলাই মদ জব্দখাগড়াছড়ির রামগড় সীমান্তে পুশইন ৫ ভারতীয় বাংলাদেশের কুড়িগ্রামের নাগরিক !বান্দরবানের আলীকদমে বুদ্ধমূর্তি ভাংচুর, পেছনে কারা জানতে চায় জনসাধরণখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা প্রদানকাপ্তাইয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মে দিবস উদযাপন৫ দফা দাবীতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ
[/vc_column_text][/vc_column][/vc_row]

অবশেষে লামায় টোব্যাকোয় ডাকাতির মাস্টারমাইন্ড করিম অস্ত্র সহ গ্রেফতার

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় ‘আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড’ এর টাকা লুটের ঘটনায় পুলিশের আরেক অভিযানে আগ্নেয়াস্ত্র, তাজা বুলেট, ধারালো ছুরি ও নগদ টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সিলেটি পাড়া আব্দুল করিমের বাবা ওয়াসের আলাীর বাড়ির পাশ থেকে এইসব উদ্ধার হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন, বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন শাখা) আব্দুল করিম। আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা গোয়েন্দা শাখার প্রধান কামরুল আজম, লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপ-পরিদর্শক নুরুজ্জামান, সাংবাদিক, আবুল খায়ের টোব্যাকো কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় লোকজন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম উদ্ধার অভিযান শেষে সাংবাদিকদের জানান, লামা আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের টাকা ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দিনব্যাপী লামা পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিকেল ৫টায় ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমের বাবার বাড়ির পাশ থেকে তার দেখানো তথ্য মতে মাটি খুঁড়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা বুলেট, ধারালো ছুরি, লোহা কাটা কাটার ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, আজ বৃহস্পতিবার এই ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিম কে গ্রেফতার করা হয়। এই পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬টি পৃথক অভিযানে মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে। এখনো আরো ১ কোটি ২০ লাখ ৮৮ হাজার ৪৩৮ টাকা বাহিরে রয়েছে। বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি পরিচালনা করছে।