কাপ্তাইয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মে দিবস উদযাপন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের সাফল্যের ৪৬ তম বার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ (মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহম্মদ ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন এ, এম নাজিম উদ্দিন,শ্রম বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগ।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট দীপেন দেওয়ান, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি ছিলেন শাহ নেওয়াজ চৌঁধুরী চট্রগ্রাম বিভাগীয় শ্রমিকদল, কাজী শেখ নুরুল্লাহ বাহার, সাধারন সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল, মোঃ মমতাজ মিয়া, সভাপতি রাঙ্গামাটি জেলা শ্রমিকদল, সাইফুল ইসলাম ভুট্টু, সহ সভাপতি রাঙ্গামাটি জেলা বিএনপি, কবিরুল ইসলাম (কবির) সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা শ্রমিকদল, মোঃ দিলদার হোসেন যুগ্ম সম্পাদক রাঙ্গামাটি জেলা বিএনপি। এ সময় কাপ্তাই কাপ্তাই উপজেলা থেকে আগত শ্রমিকদল এবং বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মহান মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।