বান্দরবান শহরে পুলিশের অভিযানে ৮ রোহিঙ্গা নাগরিক আটক
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বলে জানা গেছে। এসব রোহিঙ্গ্যা জনগোষ্ঠী দির্ঘদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় তাদেও মাঝিমাল্লা নিয়ে কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে পুলিশ বুধবার (২১ মে) সকালে শহরের বালাঘাটা এলাকার মুসলিম পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।
আটককৃতরা হলো, আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া(৪৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব(২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ(২২)। তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংকখালি ১৯ ক্যাম্পে ব্লক এ-১১ বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ক্যাম্প থেকে বের হয়ে বালাঘাটায় বিভিন্ন স্থানে গোপনে ভাবে কাজ করে আসছিল। পরে গোপন সংবাদ পেয়ে বালাঘাটা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুসলিম পাড়া এলাকা থেকে আট জন রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। পরে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেয়া হবে। রোহিঙ্গা মাঝি আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলাম।
বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ চলছে। সবশেষে তাদেরকে কক্সবাজার ট্যাংকখালী ক্যম্পে ফেরত পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।