বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে বাড়ীর ছাদের উপর আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিয়াম আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকালে পৌর শহরের নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জনিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে বাড়ীর ছাদের উপর আম পাড়তে যায় পিয়াম আহমেদ। এসময় লাঠি দিয়ে আম পাড়ার সময় বৈদ্যুতিক তারের সাথে লেগে ঘটনাস্থলেই মারা যায় পিয়াম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, বিকালের দিকে বাড়ীর ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় পিয়াম নামে এক যুবক। হাসপাতালের আনার পথেই মৃত্যুবরণ করে সে।