॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
কৃষিই সমৃদ্ধি ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৪-২৫অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও রাসয়ানিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কার্যালয়ের সামনে ২০২৪-২৫অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব এর সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা।
আলোচনা সভাশেষে ২০২৪-২৫অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা। এতে উপজেলার ৩শত কৃষককে ১০ কেজি উচ্চফলণশীল উফশী জাতের ধানের বীজ ও ২০ কেজি ডিএফপি, ২০ কেজি এমওপি সার দেয়া। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা বলেন, আমাদের দেশ আয়তনে ছোট জনগণ বেশি তাই একই জমিতে বেশি বেশি ফসল চাষ করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি অফিসের পরার্মশ নিয়ে উচ্চফলনশীল চাষাবাদ করলে ফলন বেশি হবে। সরকার প্রনোদনার মাধ্যমে কৃষকদেরকে উচ্চফলনশীল বিভিন্ন ফসলে বীজ ও সার প্রদান করে থাকেন। খাদ্য উৎপাদনে কৃষকদের অবদান অতুলনীয় তারা নিজ এবং দেশের মানুষের খাবার জোগান দিয়ে থাকেন।