খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ন লারমা সমর্থিত পিসিপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
“পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদারসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান”এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি-এমএন লারমা সমর্থিত)-এর গৌরবোজ্জ্বল লড়াই-সংগ্রামের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভার আগে এমএন লারমা ভাস্কর্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। সমাবেশে পিসিপি কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসএস কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাথোয়াই অং মারমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, জেএসএস (এমএন লারমা) সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী। পিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা। এসময় প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে আন্দোলনে বৃহত্তর জুম্ম জাতীয় গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি-গণতান্ত্রিক) তাদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও ছাত্র সমাবেশের আয়োজন করে। মঙ্গলবার সকালে চেঙ্গী স্কোয়ার থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় পরিণত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিটন চাকমা। সভাপতিত্ব করেন পিসিপি (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কলিন চাকমা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আলোক ময় চাকমা এবং অন্যান্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ। দুই ধারা ও মতাদর্শে বিভক্ত থাকলেও উভয় পক্ষের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে ছাত্র ও যুব সমাজের সক্রিয় ভূমিকা এবং বৃহত্তর জুম্ম জাতিসত্তার ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।