রাঙ্গামাটিতে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসাইন্স এণ্ড কনফারেন্স কার্ণিভাল সেমিনার
॥ মোহাম্মদ আলী ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বায়োসাইন্স এণ্ড কনফারেন্স কার্ণিভাল সেমিনা। ৩ শতাধিক নবিন প্রবীন বিজ্ঞানীদের নিয়ে বসেছে যেন এক মিলন মেলা। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এর হল রুমে শুক্রবার (১৬ মে) বিকেলে সম্মেলনের প্রথম দিনের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত অব সুপ্রদীপ চাকমা। সন্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহিনুল আলমসহ দেশের আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ গ্রহণ করেছেন।
এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা। এ ছাড়া কনফারেন্সে দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা প্রজেক্টর স্থান পেয়েছে।
এই আয়োজন চলবে ১৮ মে পর্যন্ত যেখানে থাকছে কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বিজ্ঞান বিষয়ক গবেষণা নিয়ে আলোচনা। এ আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আয়োজকরা প্রত্যাশা করছেন।