খাগড়াছড়ির রামগড়ে কৃষি গবেষণায় মাঠ দিবস পালিত
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি ড্রাগন ফল ১ এর উৎপাদন প্রযুক্তি প্রদর্শন কর্মসূচির আওতায় রামগড়ে মাঠ দিবস পালিত হয়েছে। শনিবার (১৭ মে) সকালে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান নিটোল এর সভাপতিত্বে মাঠ দিবস কর্মসুচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন প্রমুখ।
এছাড়াও মাঠ দিবস কর্মসূচিতে উপজেলা বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, উদ্যোক্তা, গবেষণা কেন্দ্রের পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।