এবার ট্রাক্টর উল্টে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩ শ্রমিক নিহত, আহত ২
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নস্থ রাবার বাগান নামক এলাকায় ছয় চাকার একটি গাছবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত এবং চালক সহ আহত হয়েছে আরও দুই জন। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কংকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দূর্ঘটনায় নিহতরা হলেন ১) নোয়াচান চাকমা (৫০), পিতা মৃত মানিক ধন চাকমা, ২) নিবারণ চাকমা (৩২), পিতা প্রদীপ কুমার চাকমা, ৩) লেত্তোউদু চাকমা (৪০), পিতা কালাচেলা চাকমা। তারা সবাই পেশায় শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলেন সুমন চাকমা (২৯), পিতা প্রদীপ কুমার চাকমা ও সুহেল চাকমা (৩২), পিতা চিগুইন্না চামকমা তারা দুই জন বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি বাঘাইছড়ি ইউনিয়নের বড় কচুছড়ি এলাকায়। এর আগে গেল সপ্তাহে একইভাবে লংগদুতেও একই ঘটনা ঘটে।
বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কংকন চাকমা জানান, দুপুরে ট্রলিটি বাড়ির কাঠ চিরানোর জন্য কাঠ বোঝাই করে বাঘাইছড়ি ফিরছিলো। ট্রলিটি বাঘাইছড়ি ইউনিয়নের আর্যাপুর রাবার বাগান এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে ভর্তি আছে আর নিহতদের দাহক্রিয়ার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কচুছড়ি নামক এলাকা থেকে আর্যপুর জিরো মাইলের দিকে আসার পথে রাবার বাগান এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং চালক সহ আহত হন আরও দুই জন। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।