রাঙ্গামাটির রাজস্থলীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভা
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বুধবার (১৪মে)সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। এইছাড়া আরো উপস্থিত ছিলেন, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোৎস্না আকতারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচন সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। পরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।