[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে রামগড়ে জিয়া পরিষদের লিফলেট বিতরণলামায় আওয়ামীলীগ নেতা বাবা ও ছাত্রলীগ নেতা ছেলে গ্রেফতাররামগড়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিতলক্ষ্মীছড়ি’র ইউএনও সেন্টু কুমার বড়ুয়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেনগণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম রাজস্থলীতে সেনা কর্মকতার মতবিনিময়খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিতকাপ্তাই উপজেলার রাইখালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনরামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রোয়াংছড়িতে কৃষিকদের পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনের প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে ২৫) ই সকাল সারে ১১ টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক সঞ্চালনায় বান্দরবান পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এস শাহ্ নেয়াজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ি ডিএই, ক্রপস উইং অতিরিক্ত পরিচালক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহামদ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রোগ্রাম সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজউদিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার।

এসময়ের প্রধান অতিথি মোঃ মনিরুল ইসলাম বলেন গ্যাপ এর আওতাধীন কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষকদেরকে মাঠ পর্যায়ে শিখানো হয়েছেন। কৃষক মাঠ স্কুলের দ¦ায়িত্ব রয়েছেন উপ সহাকারী কৃষি কর্মকর্তাবৃন্দরা যে যার ব্লক অনুযায়ী কৃষকদের কৃষি কাজের শিখানোর জন্য রয়েছেন। বাংলাদেশ কৃষি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে উসাহিত করতে হবে। তরুণরা পারবে নতুন বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাকে সরকারি সহযোগীতা দিয়ে উন্নত মানের কৃষি কাজের জাগিয়ে তুলতে হবে। কোন মৌসুমের কোন ফসল উৎদপাদন করতে হয় উপ সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে শিখে নিতে পারবেন।
তরুণ প্রজন্ম পাগলাছড়া কৃষক কালিসেন তঞ্চঙ্গ্যা বলেন আমরা কৃষি মাঠ স্কুল থেকে শিখেছি। কিভাবে ফসলের ফোড়ামণ ফাত দিতে হয়। আমাদেরকে দ্বায়িতরত উপসহকারি কর্মকর্তা নুসিং মারমা সরাসরি মাঠে গিয়ে হাতে নাতে কৃষি কাজের জন্য প্রশিক্ষণ দিয়েছেন। আরো বিজয় পাড়া তরুণ কৃষক সোআনা তঞ্চঙ্গ্যা বলেন আমি এ বছরের হাইব্রিড পেঁেপ ৬’শ চারা রোপন করেছি।
এসময়ে উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ^নাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা, ওর্য়াল্ড ভিশন এরিয়া ম্যানেজার উসাইম্যা মারমা, গ্রাউস এনজিও ক্রিয়া প্রকল্পের ব্যবস্থাপক মংবাথুই মারমা বিভিন্ন সরকারি কর্মর্কতা-কর্মচারী ও ১’শ জনের কৃষি মাঠ স্কুলের কৃষকসহ প্রমুখ।