[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কিছু উগ্র দলের মানুষ পাহাড়ে দাঙ্গা বাধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে

॥ বান্দরবান প্রতিনিধি ॥
দিন যতই এগোচ্ছে ততই পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে সকলকে নানা পরস্থিতি মোকাবেলা করতে সজাগ থাকতে হবে। কেননা কিছু উগ্র দলের মানুষ পাহাড়ের দাঙ্গা বাধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। এসব রাষ্ট্রোদ্রোহী কাজ ও সাম্প্রদায়িক সহিংসতা উস্কানিমূলক বক্তব্য এড়িয়ে পাহাড়ের মানুষদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বুধবার (১৪ মে) বেলায় তিনটার সময় আলীকদম যোগেন্দ্র কারবারি গ্রামে সম্প্রতি চলমান পরিস্থিতি বিষয়ে বিভিন্ন গ্রাম প্রধানদের সাথে এক মতবিনিয়ম সভায় এসব মন্তব্যে করেন ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের নেতারা।

“পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও অধিকার আদায় আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার জনপ্রতিনিধি,পাড়ার প্রধান (কারবারি) ও বিভিন্ন সম্প্রদায়ের গ্রামবাসীদের সাথে এক মতবিনিময় সভা হয়। এসময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) জেলা সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা আপ্রু মং মারমা।

বক্তারা বলেন, পাহাড়ে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে পার্বত্য শান্তিচুক্তি বাস্তাবায়ন ছাড়া কোন বিকল্প নাই। কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন না করায় পাহাড়ে এখনো বৈষম্য রয়ে গেছে। পার্বত্য অঞ্চলের আদিবাসীরা দিনকে দিন সংখ্যায় ও শক্তিতে আরও প্রান্তিক হচ্ছে। বিভিন্ন মিছিল ও সমাবেশে পাহাড়ের মানুষদের নিয়ে রাষ্ট্র বিরোধী ও উষ্কানিমূলক বক্তব্য নিয়ে পাহাড়ি বাঙালি দাঙ্গা সৃষ্টি করার পায়তারা চলছে। পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে সকলকে সজাগ থেকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) জেলা সভাপতি উবামং মারমা, রাঙ্গামাটি সমন্বয়ক শুধু চাকমা, আলীকদম ম্রো কমান্ডার মেনধন ম্রো, যোগেন্দ্র কারবারি (গ্রাম প্রধান) উথোয়াই প্রু তংচঙ্গ্যা, গয়াম ঝিরি পাড়া প্রধান চঞ্চল চাকমাসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।