রাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্ধ
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (১৪ মে) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর শিজকমুখ বিজিবি ক্যাম্প এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে ১২০ সিএফটি সেগুন কাঠ কাঠ জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩১টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২৮৫৯.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে। যার বাজার মূল্য ৫১,১৪,৪৬৫/-(একান্ন লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁয়ষট্টি) টাকা।
এ ব্যাপারে জোন অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি সবসময় এধরণের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখবে।