[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ১খাগড়াছড়ির দীঘিনালায় নদী ভাঙ্গনে ঝুঁকিতে অন্তত ৪০ পরিবাররাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্ধরাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যুরাঙ্গামাটির রাজস্থলীতে সার্ভার জটিলতায় ‘ভি ডব্লিউবি’র আবেদনে চরম ভোগান্তিরাঙ্গামাটির রাজস্থলীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সংবর্ধনাদীঘিনালায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধনরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৫০০ পরিবারের মাঝে বিজিবি ’র খাদ্যশস্য বিতরণলংগদুতে ট্রলি দূর্ঘটনায় এবার চালকেরও মৃত্যু হয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির গুইমারায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ১

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
গত ১২ মে ২০২৫ ইং, রাত ১১টা ৫ মিনিটে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আইয়ুব ও এএসআই (নিঃ) শিমুল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গুইমারা বাজারস্থ সেবা মেডিকেল হলের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে সৌদিয়া পরিবহন নামক একটি গাড়ি তল্লাশি করে মোঃ নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক নজরুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানাধীন ৫নং ওয়ার্ডের সুপারি বাগান এলাকায়। তার পিতার নাম মৃত রফিকুল ইসলাম ও মাতার নাম সুফিয়া খাতুন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে তার কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয় এবং গুইমারা থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে গুইমারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে গুইমারা থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।