হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেন
॥ মোঃ আরিফুর রহমান ॥
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি)’র ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র মোঃ জসিম উদ্দীন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বলে জানা গেছে। সোমবার (১২মে) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে খেতে বসলে বুকে ব্যাথা অনুভব করেন বলে পরিবার ও আত্নীয়দের সূত্রে জানা গেছে। এসময় তাকে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে জসিম উদ্দীনের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। তার অকাল মৃত্যুর সংবাদে হাসপাতালে ভিড় করতে থাকেন তার সহপাঠি, বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা। এছাড়াও তাকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। মুহূর্তেই যেন শোকে ভারি হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।
সোমবার দুপুরে রাঙ্গামাটি কেন্দ্রীয় জানাযা মাঠে প্রথম নামাজের জানাজা শেষে রাবিপ্রবি ক্যাম্পাসে তার ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় ভিসি নামাজে জানাজা পড়ান। এরআগে জসিমকে একনজর দেখতে রাঙ্গামাটির কেন্দ্রীয় জানাজার মাঠে ছুটে আসেন, রাবিপ্রবির ভিসি ডক্টর আতিয়ার রহমান, পুলিশ সুপার ডক্টর ফরহাদ হোসেন, সাবেক সাংসদ মনিস্বপন দেওয়ান, বিএনপির নেতা সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটির জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি, ওসি তদন্ত, ওসি ডিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিবিরের সভাপতিসহ রাবিপ্রবি সাংবাদিক সমিতি-রাবিপ্রবিসাস এর নেতৃবৃন্দ, রাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা। জানা গেছে, জসিম উদ্দীন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন।