[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঞ॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ মধ্যম পাড়ায় অবস্থিত বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-অনুষ্ঠিত। সোমবার (১২ মে) সকাল সাড়ে দশ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বায়তুশ শরফ সমুহের পরিচালক মাওলানা ফোরকান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম, মাদ্রসা পরিচালনা কমিটির সদস্য বাহার উদ্দিন সরকার, ইউসুফ নবী, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও হুমায়ুন কবির মুসা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনা বাংলা, ইংরেজী ও আরবীতে বক্তব্য, হামদ-নাত, জানাজার নামাজের ছায়া দৃশ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভা শেষে ২০২৫ সালের মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধীকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় বক্তারা বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম (প্রকাশ নাজেম হুজুর) এর কথা স্মৃতিচারণ করেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের সফলতা নিয়ে উচ্চ প্রশংসা করেন এবং মাদ্রাসা শিক্ষায় বর্তমান প্রজন্মকে শিক্ষিত করার বিষয়ে তাগিদ প্রদান করেন। মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের লক্ষে জেলা পরিষদের সদস্যবৃন্দদের প্রতি সুনজর রাখার আহবান জানালে তাদের বক্তব্যে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের বিষয়ে চেষ্টা করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। পরে আগত অতিথিদের মাঝে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।