॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সেনা জোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ইউপিডিএফ (মূল) এর এক সক্রিয় সশস্ত্র সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি জোনের দুইল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। পরে ১১ মে মধ্যরাতে আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি বি-টাইপ টহল দল ওই বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য জীবন চাকমা (২৮) কে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন (১টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইল), ১টি নোটবুক এবং ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতকে অস্ত্র ও অন্যান্য উদ্ধারকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।