রাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় লংগদুতে ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.কে ইমাম উদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইসরাফিল হক, উপজেলা প্রকৌশলী শামসুল আলম উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হোক প্রমূখ।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।