[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দনাইক্ষ্যংছড়িতে ১০হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতারঅসদুপায় অবলম্বন করায় খগড়াছিড়িতে ৫ পরীক্ষার্থী বহিষ্কারএইচএসসি পরীক্ষায় রাজস্থলী কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষা দেয়নি ১৯ পরীক্ষার্থীকমিশন ছাড়া কাজ হয় না বান্দরবানের লামা পৌরসভায় !যা মনে হইতেছে সরকারি খাদ্য গুদামের দরজা জানালা ভাঙ্গাচোড়া, না হইলে ঘরের ইন্দুর বেড়া কাটিতেছে বলিয়াই মনে হইতেছে, চিন্তায় আছি…বান্দরবানের থানচি হাসপাতালেও দূর করতে হবে চিকিৎসক সংকটরাঙ্গামাটিতে পর্যটকদের নতুন আকর্ষণ লেক ভিউ গার্ডেনকাপ্তাইয়ে শহীদ মিনারে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র আনন্দ মিছিল
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যু

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় ব্রডব্যান্ড এবং ওয়াইফাই কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ শওকত ইসলাম বাবু (২১) নামে নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় আহত বাবু কে লামা সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা পৌরসভার ৮নং ওয়ার্ড লাইনঝিরি এলাকায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় মোহাম্মদ শওকত ইসলাম বাবু বিদ্যুতায়িত হয়। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের উজির আলী গ্রামের মোঃ আমিনুল হক ও রহিমা বিবি’র ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় লাইনঝিরিতে বিদ্যুতের খুঁটিতে উঠে ব্রডব্যান্ড এবং ওয়াইফাই এর কাজ করছিল। এসময় অসর্তকতাবশত বৈদ্যুতিক তারের সাথে লেগে সে বিদ্যুতায়িত হয়। সাথে সাথে তার সাথে কাজ করা লোকজন ও স্থানীয়রা তাকে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ হাসপাতালে আছে। বিষয়টি লামা থানাকে অবহিত করা হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অসাবধানতায় মোহাম্মদ শওকত ইসলাম বাবু বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাঁর মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।