[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানারাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণদীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তাবান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুত

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নে অগ্নিলভন্ডের ঘটনায় এক পরিবারের সবকিছুই আগুনে ভষ্মিভুত হয়েছে। শনিবার (১০মে) সকাল সাড়ে সাত ঘটিকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

ভুক্তভোগী উক্যথোয়াই মারমা তিনি জানান, কাজ করতে জুমে গিয়েছিলাম বাসায় কেউ ছিল না। এসে দেখতে পাই গ্রামের মানুষ সবাই আগুন নেভানোর চেষ্টা করছে। সব জিনিসপত্র যেমন কাজুবাদাম ১৫ মন, ধান ৪৫০ পিপি, শুকনো হলুদ ৫ মন,বাদাম ৫ মন, হাতে বানানো নতুন তুলা কম্বল ৫০ টি উপরে,নগদ অর্থ ১০ হাজার, নতুন টিন সাত বান্দিল, বাড়ি করার জন্য নতুন কাঠঁ এক গাড়ি, আর সোনা সব মিলে ছয় থেকে সাত লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এখন সবাই এক কাপড়ে আছি। ছেলে কলেজে পড়ে তার হোস্টেল খরচ পড়াশোনা খরচ চলবে কিভাবে জানি না।

নিয়াংক্ষ্যং পাড়ার থোয়াইচিংমং মারমা (গ্রাম প্রধান) বলেন, গ্রামে মোট ১৩০ টি পরিবার রয়েছে। উক্যথোয়াই এর জুমিয়া পরিবার তারা খুব অসহায়, তাদের ঘর পুড়ে গেছে কিছু রক্ষা করা যায়নি।

রুমা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নাজমুল তিনি বলেন, নিয়াংক্ষ্যং পাড়া অগ্নিকান্তের একটি ঘর পুড়ে গেছে গ্রামে মানুষ মিলে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। সোলার ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা।