[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দনাইক্ষ্যংছড়িতে ১০হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতারঅসদুপায় অবলম্বন করায় খগড়াছিড়িতে ৫ পরীক্ষার্থী বহিষ্কারএইচএসসি পরীক্ষায় রাজস্থলী কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষা দেয়নি ১৯ পরীক্ষার্থীকমিশন ছাড়া কাজ হয় না বান্দরবানের লামা পৌরসভায় !যা মনে হইতেছে সরকারি খাদ্য গুদামের দরজা জানালা ভাঙ্গাচোড়া, না হইলে ঘরের ইন্দুর বেড়া কাটিতেছে বলিয়াই মনে হইতেছে, চিন্তায় আছি…বান্দরবানের থানচি হাসপাতালেও দূর করতে হবে চিকিৎসক সংকটরাঙ্গামাটিতে পর্যটকদের নতুন আকর্ষণ লেক ভিউ গার্ডেনকাপ্তাইয়ে শহীদ মিনারে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র আনন্দ মিছিল
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুত

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নে অগ্নিলভন্ডের ঘটনায় এক পরিবারের সবকিছুই আগুনে ভষ্মিভুত হয়েছে। শনিবার (১০মে) সকাল সাড়ে সাত ঘটিকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

ভুক্তভোগী উক্যথোয়াই মারমা তিনি জানান, কাজ করতে জুমে গিয়েছিলাম বাসায় কেউ ছিল না। এসে দেখতে পাই গ্রামের মানুষ সবাই আগুন নেভানোর চেষ্টা করছে। সব জিনিসপত্র যেমন কাজুবাদাম ১৫ মন, ধান ৪৫০ পিপি, শুকনো হলুদ ৫ মন,বাদাম ৫ মন, হাতে বানানো নতুন তুলা কম্বল ৫০ টি উপরে,নগদ অর্থ ১০ হাজার, নতুন টিন সাত বান্দিল, বাড়ি করার জন্য নতুন কাঠঁ এক গাড়ি, আর সোনা সব মিলে ছয় থেকে সাত লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এখন সবাই এক কাপড়ে আছি। ছেলে কলেজে পড়ে তার হোস্টেল খরচ পড়াশোনা খরচ চলবে কিভাবে জানি না।

নিয়াংক্ষ্যং পাড়ার থোয়াইচিংমং মারমা (গ্রাম প্রধান) বলেন, গ্রামে মোট ১৩০ টি পরিবার রয়েছে। উক্যথোয়াই এর জুমিয়া পরিবার তারা খুব অসহায়, তাদের ঘর পুড়ে গেছে কিছু রক্ষা করা যায়নি।

রুমা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নাজমুল তিনি বলেন, নিয়াংক্ষ্যং পাড়া অগ্নিকান্তের একটি ঘর পুড়ে গেছে গ্রামে মানুষ মিলে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। সোলার ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা।