[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুত

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নে অগ্নিলভন্ডের ঘটনায় এক পরিবারের সবকিছুই আগুনে ভষ্মিভুত হয়েছে। শনিবার (১০মে) সকাল সাড়ে সাত ঘটিকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

ভুক্তভোগী উক্যথোয়াই মারমা তিনি জানান, কাজ করতে জুমে গিয়েছিলাম বাসায় কেউ ছিল না। এসে দেখতে পাই গ্রামের মানুষ সবাই আগুন নেভানোর চেষ্টা করছে। সব জিনিসপত্র যেমন কাজুবাদাম ১৫ মন, ধান ৪৫০ পিপি, শুকনো হলুদ ৫ মন,বাদাম ৫ মন, হাতে বানানো নতুন তুলা কম্বল ৫০ টি উপরে,নগদ অর্থ ১০ হাজার, নতুন টিন সাত বান্দিল, বাড়ি করার জন্য নতুন কাঠঁ এক গাড়ি, আর সোনা সব মিলে ছয় থেকে সাত লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এখন সবাই এক কাপড়ে আছি। ছেলে কলেজে পড়ে তার হোস্টেল খরচ পড়াশোনা খরচ চলবে কিভাবে জানি না।

নিয়াংক্ষ্যং পাড়ার থোয়াইচিংমং মারমা (গ্রাম প্রধান) বলেন, গ্রামে মোট ১৩০ টি পরিবার রয়েছে। উক্যথোয়াই এর জুমিয়া পরিবার তারা খুব অসহায়, তাদের ঘর পুড়ে গেছে কিছু রক্ষা করা যায়নি।

রুমা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নাজমুল তিনি বলেন, নিয়াংক্ষ্যং পাড়া অগ্নিকান্তের একটি ঘর পুড়ে গেছে গ্রামে মানুষ মিলে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। সোলার ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা।