বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচে
॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে অস্ত্রধারী দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোঃ জুনায়েদ প্রকাশ জুনুর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে গবাদি পশু সহ টাকাও লুট করেছে। শুক্রবার (১০মে) রাত পৌনে ২ টার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও থানা সুত্র জানিয়েছে।
জুনায়েদ এর স্ত্রী ও এলাকাবাসী জানান, শুক্রবার পৌনে ২ টার দিকে প্রায় শতাধিক সন্ত্রাসীরা এসে পুরো এলাকা ঘেরাও করে ফেলে। পরবর্তীতে জুনায়েদের বাড়ী থেকে লোকজন বের করে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ¦ালিয়ে দেয় তারা। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী এগিয়ে আসতে না পারায় ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। এছাড়াও অস্ত্রধারীরা গোয়াল ঘর থেকে ৮ টি গরু নিয়ে যায় তারা, তাছাড়া আগুনে পুড়ে যাওয়া প্রায় এক টন ধান, বাড়িতে থাকা ২ লক্ষ টাকা, কবুতর, হাঁস-মুরগী, ও ঘরের আসবাবপত্রসহ সব কিছু আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয় বলে জানান।
স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, গভীর রাতে অতর্কিতভাবে দূর্বৃত্তের দেওয়া আগুনে চরম ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ঘটনার বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু সাধারণ সম্পাদক আবুল কালামসহ অনেকে রাজনৈতিক ব্যাক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে সকলেই উদ্বিগ্ন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
এ বিষয়টি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম খবর পেয়ে সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানান, তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবহিত করেছেন এবং তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান।