খাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীণা ত্রিপুরার সঞ্চালনা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামে এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসমত আরা তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী।
আলোচনার শুরুতে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনার সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।