[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের এই বানী ধারণ করে বৌদ্ধ ধর্মীয়গুরু সর্বস্তরের দায়ক দায়িকা গৌতম বুদ্ধের জন্ম উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০মে) খাগড়াছড়ি দীঘিনালায় এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা শাখার আয়োজনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী/বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা র‌্যালী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন শুভ বর্ধন মহাথেরো ও বিশুদ্ধানন্দ মহাথেরো। দীঘিনালা মাইনী ব্রীজ হতে র‌্যালীটি কবাখালী শান্তিপুর কালোবলি সাধনা মৈত্রী বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেয় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক লোকমিত্র থেরো, সহ-তথ্য ও প্রচার সম্পাদক করুণা বংশ থেরো, পার্বত্য ভিক্ষু সংঘ দীঘিনালা উপজেলা সাধারণ সম্পাদক নন্দশ্রী থেরো, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন নলেজ চাকমা, গগন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, বিশিষ্ট অবসর প্রাপ্ত শিক্ষক দীপুলাক্ষ্য চাকমা, সর্বস্তরের ভিক্ষু ও বৌদ্ধ ধর্মের সকল দায়ক দায়িকা প্রমূখ।

এছাড়া শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় তাছাড়া সন্ধ্যায় বিহারগুলোতে পঞ্চশীল গ্রহণ, প্রবজ্যা গ্রহণ, প্রদীপ পূজা ও ফানুস বাতি উড়ানোর কথা রয়েছে।

মঙ্গল শোভাযাত্র বর্নাঢ্য র‌্যালী উদ্বোধন কালে পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লৌকমিত্র থেরো বলেন, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পাশাপাশি এই দিনেই তিনি বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। সে কারণেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি খুবই পবিত্র। এই দিনে ভগবান বুদ্ধ জম্ম গ্রহণ বুদ্ধত্ব এবং নির্বান লাভ করেন। বুদ্ধের বাণী পৃথিবীতে ছড়িয়ে দিতে পারলে দেশে হিংসা হানাহানি যুদ্ধ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবে। আজকের এই দিনে আমরা বিশে^ সকল মানুষের মঙ্গল ও শান্তিময় পৃথিবীর কামনা করছি। কবাখালী শান্তিপুর কালোবলি সাধনা মৈত্রী বৌদ্ধ বিহারে সংক্ষিপ্ত ধর্মসভা করা হয়। সভাশেষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উদ্যোগে হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত খাবার প্রদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।