[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে আওয়ামীলীগের সাত নেতাকে গ্রেফতার

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মৎস্যজীবীলীগের নেতাসহ সাতজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮মে) দিবাগত রাতে জেলা সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে থানা সুত্রগুলো জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, মৎস্যজীবী লীগের নেতা মোঃ জাহাঙ্গীর, লামা পৌর এলাকার আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহের, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক কৃষক লীগের নেতা ডা. আব্দু রহিম, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার ও আবু বক্কর।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান, এদের মধ্যে নিয়মিত মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লামা পৌর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কি কারনে তাদের আটক করা হয়েছে জানায়নি তিনি।

নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক বলেন, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল করিম বলেন, রাতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অভিযান চালিয়ে আওয়ামিলীগের সাতজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।