রাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছরের বৃদ্ধা নুরুল ইসলামে বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮মে) দুপুরে গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় পাঁচ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে শিশুর পরিবারের অভিযোগ।
ভিকটিমের বাবা জানায়, দুপুর ১টার দিকে মেয়েকে বিস্কুুট আনার জন্য দোকানে পাঠায়। কিন্তু মেয়ে বাসায় দেরিতে আসার কারন জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি, পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামা ভিজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, দোকানে গেলে মেয়েকে চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে যেকোন এক ধরণের তৈল ব্যবহার করে তাকে খারাপ কাজ করে।
স্থানীয় ইউপি সদস্য খোকন জানায়, খবর পেয়েছি, সত্যতাও মিলেছে। আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি আমাদের সাথে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ বিষয়টি দেখেছেন প্রথমত আলামত মিলেছে।
লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করে ধর্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।