বান্দরবানের থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী বান্দরবানের থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
সেখানে ৫টি পার্টনার ফিল্ড স্কুলের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, উপ পরিচালক (অতিরিক্ত) মোঃ তৌফিক আহমেদ নূর, উপজেলা কৃষি অফিসার (অদা) মোঃ সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার নিজাম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ গুপ্ত প্রমূখ।
এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।