[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় (খেয়াং পাড়া) এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে ‘সাধারণ শিক্ষার্থী, খাগড়াছড়ি পার্বত্য জেলা’ ব্যানারে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষার্থী আকাশ ত্রিপুরা। এতে সাধারণ শিক্ষার্থী জবা ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমা, সুভাষ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, রকিন ত্রিপুরা, কবিতা চাকমা প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই বর্বর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পাহাড়ে নারীরা আজ চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। কিছুদিন আগেই রাঙ্গামাটির কাউখালীতেও এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বক্তারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে শিক্ষার্থীরা নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।