[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছেঅবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিগণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালিগণঅভ্যুত্থানের পূর্তিতে রাজস্থলীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিতগণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালিখাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালিখাগড়াছড়িতে ‘জুলাই শহিদ’ মজিদ এর কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধাআর কোনো স্বৈরশাসক জাতির ওপর যেন চেপে বসতে না পারেরাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনরাঙ্গামাটির বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

১০

॥ বান্দরবান ও থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচির দুর্গম এলাকায় চিংমা খেয়াং (২৯) নামে এক নারীর মরদেহ পাওয়া উদ্ধার করা হয়েছে। তাকে সংঘবদ্ধরা ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। সোমবার (৫মে) বিকালে উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গলে এ মরদেহ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে তিনি জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে গিয়েছিলেন। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন মিলে তাকে খুঁজতে বের হন। আজও খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান তারা। সেই চিহ্ন অনুসরণ করে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন এবং চিংমা খেয়াংয়ের রক্তাক্ত মরদেহ দেখে ধারণা করেন তাকে সংঘবদ্ধ দল ধর্ষণর পর হত্যা করা হয়েছে। নিহত চিংমা খেয়াং (২৯) তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মংখ্যং পাড়া এলাকার সন খেয়াংয়ের স্ত্রী।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। ঘটনার কথা জানতে পেরে তিনি পুলিশকে অবহিত করে পরে নিজেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি। এদিকে আজ মঙ্গলবার সেখানে স্থানীয়রা প্রতিবাদ সমাবেশ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর মরদেহ পাওয়া গেছে উদ্ধারের জন্য সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।