[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলার মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৫মে) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, সাবেক ইউপি সদস্য মোঃ এরশাদ মিয়া ও সাংবাদিকবৃন্দ।

তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের এই সাফল্যের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বক্তারা প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজে নারীর ভূমিকা ও অধিকারের উপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বিদ্যালয়টি ১৯৬৫ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি ২০২৪ শিক্ষাবর্ষে বান্দরবান জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা লাভ করায় অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৪ শিক্ষাবর্ষে বান্দরবান জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় এলাকায় শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। এই ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন স্থানীয়রা।