খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় নতুন বোয়ালখালী বাজারে ২৬টি দোকানের অগ্নিকান্ডের সাথে জড়িত নুরুল ইসলামের জামিন বাতিল করে তার বিচার সহ দৃষ্ঠান্ত শাস্তির দাবিতে সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ মানবন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (৬মে) সকাল ১০টায় বোয়ালখালী সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ এর আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়েছে।
বোয়ালখালী বাজারে ২৬টি দোকানের অগ্নিকান্ডের সাথে জড়িত নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে নতুন বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোঃ নুরুল আবছার মুনাফ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাধন ঘোষ, সাংগঠানিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ও ব্যবসায়ী বিটন দাশ প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা সকলে জানাচ্ছি যে, গত ২৬ মার্চ ২০২৫খ্রি: নতুন বোয়ালখালী বাজারে ২৬টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সি.সি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, নুরুল ইসলাম উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষটি নিশ্চিত হই। তার প্রেক্ষিতে ০৩/০৪/২০২৫খ্রি: তারিখে দীঘিনালা থানায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে সাধন ঘোষ একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে দীঘিনালা থানা অভিযুক্ত আসামী নুরুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। কিন্তু উক্ত আসামীর রিমান্ড মঞ্জুর না করে বিজ্ঞ আদালত জেল গেটে জিঙ্গাসাবাদের নির্দেশ প্রদান করেন। যা ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীরা ব্যথিত, আরও দুঃখের বিষয় গতকাল সোমবার (৫মে) ২০২৫খ্রি: তারিখে অভিযুক্তকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন।
অভিযুক্ত আসামীর জামিনের প্রেক্ষিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগের কোন প্রকার আইনী তদন্ত শেষ না করে জামিন মঞ্জুর করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে সকল ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ও হতাশায় ভুগছে। তার জামিন বাতিল ও পুনরায় গ্রেফতার করে নুরুল ইসলামের বিচার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।
এর আগে মানবন্ধনের স্থান পরিদর্শন করেন দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক পিএসসি। এসময় তিনি বলেন, মানববন্ধন যেন শান্তিপূর্ণ ভাবে করা হয় কোন ধরনে অপ্রীতিকর ঘটনা যাহাতে না ঘটে তার প্রতি সজাগ থাকবেন।
উল্লেখ্য যে, গত ২৬ মার্চ ২০২৫খ্রি: রমজান মাসে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।