[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ’ মজিদ এর কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধাআর কোনো স্বৈরশাসক জাতির ওপর যেন চেপে বসতে না পারেরাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনরাঙ্গামাটির বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনমধ্যরাতেই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট খুলে দেয়া হয়েছেমুগ্ধতা ছড়াচ্ছে রাঙ্গামাটির কলাবাগান ঝর্ণারাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের চেয়ারম্যানবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে কিশোরীর পা বিচ্ছিন্নরাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রথম দিনেই আড়াই কোটি টাকার মাছ আহরণকাপ্তাই কাদেরী বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধী চারা বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতি

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নে বান্দরছড়া এলাকায় দুইটি তামাক চুল্লিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩মে) বেলা ১১টার দিকে আগুন লাগে বলে স্থানীয়রা জানিয়েছে।

জানা যায়, তামাক পোড়ানো চুল্লির অতিরিক্ত তাপ ও খোলা আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেখানে সংরক্ষিত বিপুল পরিমাণ তামাক পুড়ে যায়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান ক্ষতিগ্রস্ত চাষিরা। আগুনে মোঃ আবুল কালামের দুইটি তামাকের চুল্লি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মাটিরাঙ্গা ইউনিটের স্টেশন অফিসার হারুন অর রশীদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা তৎক্ষনাৎ ঘটনাস্থলে যাই ততক্ষণে স্থানীয় বাসিন্দারা ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ব্যাপক ক্ষতি হয়েছে।