বান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলার প্রত্যন্ত মুনলাই পাড়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণের জন্য আয়োজিত একদিনের মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২মে) সকাল ১০ঘটিকায় রুমা জোনের আওতাধীন মুনলাই পাড়ায় রুমা জোনে (৩৬ বীর) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন, মেজর সাইফুল ইসলাম সাইফ, মেজর রিফাত বিনতে আলম ও ক্যাপ্টেন সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর সাইফুল (মেডিকেল বিশেষজ্ঞ) মেজর রিফাত বিনতে আলম (প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান রিজিয়ন ও ক্যাপ্টেন সোহাগ (আরএমও ৩৬ বীর রুমা জোন)
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করেন মোট ১২৪ জন রোগী, যাদের মধ্যে শিশু ২৯ জন, গাইনী বিভাগের ৪০ জন এবং মেডিসিন বিভাগে ৫৫ জন। চিকিৎসকগণ শিশু, নারী ও সাধারণ রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় বিনামূল্যে।
স্থানীয়দের মতে, এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রায় এই উদ্যোগ প্রমাণ করে সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই পালন করে না, বরং সাধারণ মানুষের পাশে থেকেও মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে।