বান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎ
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (১মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন বাংলোতে যুব ত্রীড়া পরিষদের আহবায়ক মংসিং উ মারমা নেতৃত্বে সকল সদস্যদের নিয়ে উপজেলা ইউএনও’র সাথে সৌজন্যে সাক্ষাৎকার করা হয়েছে।
এদিকে যুব ক্রীড়া পরিষদের সদস্যদের সাথে সাক্ষাৎকালে ইউএনও’র মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেছেন– সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। যুব ক্রীড়া পরিষদ এটিই অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি যুব সমাজের জন্য অন্তত্য গুরুত্বপূর্ণ। পড়াশোনা পাশাপাশি খেলাধুলাসহ দুর্গম এলাকায় মানুষের ইতিবাচক অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সদস্য সচিব অনিল ত্রিপুরা, সদস্য মেনসিং ম্রোঃ, সদস্য বাবু মারমা, সদস্য সুরেন্স ত্রিপুরা, সদস্য উথোয়াই ওয়াং মারমা প্রমূখ। এছাড়াও সদস্য মংমে মারমা, সদস্য থুইমংপ্রু মারমা, সদস্য উক্যহ্লা মারমা, সদস্য মংপ্রু মারমা, সদস্য অংসিংথোয়াই মারমা, সদস্য উসাইশৈ মারমা, সদস্য সিংশৈমং মারমা উপস্থিত ছিলেন।